international

Loading...

এটা একটা সুযোগ ভালো কিছু করার: সাকিব আল হাসান


এটা একটা সুযোগ ভালো কিছু করার: সাকিব আল হাসান

পুনরায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হবার পর প্রথমবারের মতো কথা বললেন সাকিব আল হাসান।
সাকিব বলেন, 'অধিনায়কত্ব একটা বড় দায়িত্ব, শেষ টেস্ট সিরিজগুলিতে আমরা ভালোই করেছি, তাই সেটা ধরে রাখার চ্যালেঞ্জ থাকবে।'
'প্রতিটা সিরিজ বা টুর্নামেন্টই কঠিন। দেশে আমরা যেভাবে খেলছি, দেশের বাইরে চ্যালেঞ্জটা বেশি।'
'এটা একটা সুযোগ ভালো কিছু করার, কেউ না কেউ তো শুরু করবেই, এখন আমরা যেভাবে খেলছি সেটা চালিয়ে গেলে ভালো কিছু হবে বলেই আমি মনে করি।'
এর আগের মেয়াদে অধিনায়ক ছিলেন ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত। সেবার সাকিবের নেতৃত্বে মোট ৯ টি টেস্টের মধ্যে ৮ টি তে হেরেছে বাংলাদেশ জয় পেয়েছে একটিতে। এরপর মুশফিকুর রহিমকে অধিনায়ক করা হয় ক্রিকেটের টেস্ট ফরম্যাটে।
সাকিব বলেন, 'আগের মেয়াদে কি হয়েছিলো মনে নেই। এই দল অনেক পরিণত, অতীত বা ভবিষ্যত নয় বর্তমান নিয়েই ভাবতে চাই আমি।'
জাতীয় দলের অধিনায়কত্ব উপভোগ করেন কি না, প্রশ্ন করা হলে তিনি বলেন, 'উপভোগের চেয়ে আসলে দায়িত্বটাই বেশি, আমার কাছে মনে হয় দায়িত্বটা সেরা উপায়ে পালন করতে পারি।'
টেস্টে সাকিবের ডেপুটি হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
রিয়াদকে নিয়ে সাকিবের মন্তব্য, 'আমরা যারা দলের সিনিয়র, সবাই মিলেই আমরা সিদ্ধান্ত নেই। যখন মাঠে খেলতে নামি কে অধিনায়ক সেটা আমরা ভাবি না, বিপিএলে রিয়াদ নিজেকে ভালো অধিনায়ক হিসেবে প্রমান করেছেন। তাই আমার জন্য অনেক সহজ হবে।'

0 Response to "এটা একটা সুযোগ ভালো কিছু করার: সাকিব আল হাসান"

Post a Comment

Featured Post

বাংলাদেশে রাতের গণপরিবহনে নারীরা কতটা নিরাপদ? BBC News বাংলা

বাংলাদেশে নারী যাত্রীদের অনেকেই বলছেন, রাতে চলাচলের ক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্ট লোকজন কিংবা পুরুষ যাত্রীদের দ্বারা শারীরিক কিংবা মানসিক নির্য...

Top international News

loading...

Popular Posts