international

Loading...

যাত্রীবোঝাই বিমানে বলিউড অভিনেত্রীর যৌন হেনস্তা

বলিউড ব্লকবাস্টার দঙ্গল-এ কিশোরী কুস্তিগিরের চরিত্রে অভিনয় করেছেন যে অভিনেত্রী সেই জায়রা ওয়াসিম বলছেন, ভারতে বিমানের এক ফ্লাইটে তার ওপর যৌন অত্যাচার চালানো হয়েছে।


তিনি বলছেন, দিল্লি থেকে মুম্বাই যাওয়ার পথে আধো ঘুমের মধ্যে তিনি টের পান যে পেছনের সীটে বসা একজন 'মধ্যবয়স্ক' মানুষ তার পিঠে এবং ঘাড়ে পা দিয়ে ক্রমাগত চাপ দিচ্ছে। এটি চলে ৫-১০ মিনিট।
তিনি ইনস্টাগ্রামে এই ঘটনার ভিডিও তুলে রাখেন। বিমান থেকে নামার পর মিস ওয়াসিম ভিডিওটি শেয়ার করেন।
এসময় থাকে খুবই বিপর্যস্ত দেখাচ্ছিল।
জায়রা ওয়াসিমের অভিনীত দঙ্গল ছবিটি গত বছর মুক্তি পায় এবং এটি এখন পর্যন্ত সবচেয়ে ব্যবসা সফল ছবি।
তার অভিনয়ের জন্য চলতি বছর তিনি জাতীয় পুরষ্কারও অর্জন করেন।
মৌনতা ভঙ্গাকারীরা টাইমের 'সেরা ব্যাক্তিত্ব'
চকোলেটের লোভ দেখিয়ে স্কুলশিশুকে যৌন নির্যাতন
হলিউডে যৌন হয়রানির শিকার নারীদের মিছিল
যৌন অত্যাচারের এই ঘটনা সোশাল মিডিয়াতে ব্যাপকভাবে শেয়ার হওয়ার পর বিমান সংস্থা এয়ার ভিস্তারা দু:খ প্রকাশ করেছে এবং ক্ষমা চেয়েছে।
গত কয়েকমাসে বিশ্বের বিভিন্ন দেশে কয়েক জন নারী যৌন অত্যাচার ও হেনস্তার অভিযোগ করেছেন।
এ নিয়ে  হ্যাশট্যাগ ব্যবহার করে বিশ্বব্যপী এক আন্দোলন গড়ে উঠেছে।
জায়রা ওয়সিমের অভিনীত প্রথম বলিউড ছায়াছবি দঙ্গল ছিল খুবই ব্যবসা সফল

জায়রা ওয়সিমের অভিনীত প্রথম বলিউড ছায়াছবি দঙ্গল ছিল খুবই ব্যবসা সফল।
শনিবার মাঝরাতের কিছু সময় পর জায়রা ওয়াসিম ওই ভিডিওটি পোস্ট করার পর সারা ভারত থেকে হাজারে হাজারে মানুষ সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীকে তাদের সমর্থন জানিয়েছেন।
যেভাবে তিনি সাহসিকতার সঙ্গে ওই লাঞ্ছনাকারীর পরিচয় ফাঁস করে দেওয়ার চেষ্টা করেছেন, তাকেও সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ।
'দঙ্গল' ও 'সিক্রেট সুপারস্টার' নামে দুটি ব্লকবাস্টার ছবির নায়িকা জায়রা ভারত-শাসিত কাশ্মীরের মাত্র সতেরো বছরের এক কিশোরী, আর বলিউডে আবির্ভাবের প্রায় সঙ্গে সঙ্গেই তিনি কাশ্মীরের পোস্টার গার্লে পরিণত হয়েছেন।
এয়ার ভিস্তারা দিল্লি-মুম্বই ফ্লাইটে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার মানুষ তার পাশে দাঁড়িয়েছেন।
ইনস্টাগ্রামে জায়রা ওয়াসিমের এই ভিডিও সারা দেশে তুমুল হইচই ফেলে দেওয়ার পর রবিবার বিকেলে এই যৌন হয়রানির ঘটনায় মুম্বই পুলিশে একটি অভিযোগও দায়ের করা হয়েছে।
এর আগে ভারতের বিমান পরিবহন মন্ত্রণালয় তথা ডিজিসিএ-র পক্ষ থেকেও সংশ্লিষ্ট এয়ারলাইন এয়ার ভিস্তারার কাছে গোটা ঘটনাটির ব্যাপারে রিপোর্ট তলব করা হয়েছে।

0 Response to "যাত্রীবোঝাই বিমানে বলিউড অভিনেত্রীর যৌন হেনস্তা"

Post a Comment

Featured Post

বাংলাদেশে রাতের গণপরিবহনে নারীরা কতটা নিরাপদ? BBC News বাংলা

বাংলাদেশে নারী যাত্রীদের অনেকেই বলছেন, রাতে চলাচলের ক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্ট লোকজন কিংবা পুরুষ যাত্রীদের দ্বারা শারীরিক কিংবা মানসিক নির্য...

Top international News

loading...

Popular Posts